যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৫
স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৮:১৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২০:০৮
২০ নভেম্বর ২০২৪ ১৮:১৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২০:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মাদকের আখড়া হিসেবে পরিচিত এক বস্তিতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ ৫ জনকে গ্রেফতারের তথ্য দিয়েছে যৌথবাহিনী।
বুধবার (২০ নভেম্বর) সকালে নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকায় বয়লার কলোনী বস্তি ও ফলমণ্ডিতে এ অভিযান চালানো হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে এক নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদক ও নগদ প্রায় ১৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার পাঁচজনকে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে এ অভিযান, যা পরবর্তীতেও চলবে বলে যৌথবাহিনী জানিয়েছে।
সারাবাংলা/আরডি/এসডব্লিউ