Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পুকুর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৭:৪৮

বগুড়া: বগুড়া সদরের গোকুল ইউনিয়নের সরকার পাড়া থেকে নিখোঁজ হওয়ার একদিন পর আরবী আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) ভোরে বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরবী আক্তার সরকার পাড়ার কালজ মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, আরবী আক্তার মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ঘর থেকে খেলতে রেব হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়া হয়। সেখানে একটি মোবাইল নম্বর দেয়া হলে কে বা কারা মুক্তিপন চায়। পরে থানায় বিষয়টি জানানো হয়। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুর মরদেহ পাওয়া যায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন জানান, মোবাইলে মুক্তিপন চাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা গেছে সেটি প্রতারণার চেস্টা। শিশুটির মৃগী রোগ ছিলো। সে পুকুরে পড়ে গিয়ে থাকতে পারে।

সারাবাংলা/এসআর

বগুড়া শিশুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর