Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অডিও-ভিডিওর মাধ্যমে বিচারকাজ ধারণ করা যাবে অপরাধ ট্রাইব্যুনালে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৭:৫১

ঢাকা: বেশ কয়েকটি ধারার সংশোধন ও সংযোজন এনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধনীতে অডিও ও ভিডিওর মাধ্যমে এই ট্রাইব্যুনালের বিচারকাজ ধারণ ও সম্প্রচারের বিধান যুক্ত করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আদালতের ভেতরে বিচারকাজের অডিও ও ভিডিও ধারণের বিধান অধ্যাদেশ সংশোধনীতে যুক্ত করা হয়েছে। তবে অডিও-ভিডিও ধারণ কেবল আদালতই করতে পারবেন। কোনো গণমাধ্যম বা ব্যক্তিগত ক্যামেরায় বিচারকাজ ধারনের অনুমতি থাকবে না।

আরও পড়ুন- অনুমোদন পেল সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় উপস্থাপিত খসড়া অধ্যাদেশে (সংশোধনী) বলা হয়, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধে অভিযুক্তদের বিচারের লক্ষ্যে ১৯৭৩ সালে প্রণয়ন করা হয় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন। এরপর আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির সঙ্গে সামঞ্জস্য আনা, আন্তর্জাতিক আইনের প্রচলিত বিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা ও এই আইনের বিচারকাজ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উত্থাপন করা বিভিন্ন সুপারিশের আলোকে আইনটির সংশোধন সমীচীন ও আবশ্যক।

এ প্রেক্ষাপটে আইন ও বিচার বিভাগ আন্তর্জাতিক অপরাধগুলোর সংজ্ঞা যুগোপযোগী করেছে। অডিও ও ভিডিওর মাধ্যমে বিচারকাজ ধারণ ও
আপিলের বিধান যুক্ত করা হয়েছে। অপরাধের দায় নির্ধারণ, সাক্ষ্যের গ্রহণযোগ্যতা ও প্রাসঙ্গিকতা সংক্রান্ত বিধান এবং তদন্ত কর্মকর্তার তল্লাশি ও জব্দ করার বিধানও যুক্ত করা হয়েছে। এ ছাড়া পর্যবেক্ষক, সাক্ষীর সুরক্ষা, ভিকটিমের অংশগ্রহণ ও সুরক্ষার বিধান সংযোজন করে অধ্যাদেশটির খসড়া প্রণয়ন করা হয়।

বিজ্ঞাপন

খসড়াটি নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, দফতর, বিশ্ববিদ্যালয়, মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে সভা করা হয়। তাদের মতামত ও পরামর্শ পর্যালোচনা করে আইন ও বিচার বিভাগের প্রণয়ন করা খসড়ায় সংযোজন ও পরিমার্জন করা হয়েছে।

সংসদের অবর্তমানে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধে অভিযুক্তদের বিচারের লক্ষ্যে বিদ্যমান আইন যুগোপযোগী করার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিস্থিতি থাকায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) শীর্ষক অধ্যাদেশের খসড়াটি উপদেষ্টা পরিষদের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

সারাবাংলা/জেআর/টিআর

অধ্যাদেশ সংশোধনী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের অনুমোদন সংশোধিত অধ্যাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর