Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৭:৩১

গ্রেফতার। প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে ময়েন উদ্দিন (৩৫) নামের এক যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (২০ নভেম্বর) মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়।

আটক ময়েন উদ্দিন যতারপুর গ্রামে জমির বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের নানা অভিযোগ রয়েছে। সে
মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমাম হোসেন মিলুর ঘনিষ্ঠ সহযোগী।

পুলিশ জানায়, যৌথ বাহিনীর একটি বিশেষ দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ময়েন উদ্দিনকে আটক করে। এসময় তার দেওয়া তথ্যে গ্রামেরে একটি পানের বরজের ভেতরে লুকিয়ে রাখা দেশিয় তৈরি একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র গুলিসহ তাকে মুজিবনগর থানায় সোপর্দ করে যৌথ বাহিনী।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক ময়েন উদ্দিনকে অস্ত্র আইন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এসআর

অস্ত্র গুলি মেহেরপুর যুবক আটক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর