Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে নিজের হাত কেটে রক্তাক্ত করল আসামি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৭:২৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:২৮

চট্টগ্রাম আদালত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজতে থাকা এক আসামি হাত কেটে নিজেকে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে আদালত ভবনে মেট্রোপলিটন কোর্ট হাজতে এ ঘটনা ঘটেছে। ওই যুবকের নাম নয়ন বলে পুলিশ জানিয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘নয়ন নামের ওই যুবক ইপিজেড থানার একটি মামলার আসামি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরের জন্য তাকে আনা হয়েছিল। দুপুরে যুবক টয়লেটে যান। সেখানে টাইলসের ধারালো অংশে নিজের হাত কেটে রক্তাক্ত করেন। সিসি ক্যামেরার ফুটেজে আমরা বিষয়টি দেখেছি। কী কারণে সে এ ঘটনা ঘটালো সেটা আমরা তদন্ত করে দেখছি।’

এদিকে, ঘটনার পর আহত নয়নকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে আবারও আদালতে ফেরত নেওয়া হয়।

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

আদালত চট্টগ্রাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর