Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক কর্মস্থলে ৩ বছরের বেশি নয়: ভূমি মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৬:৪৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২০:২১

ভূমি মন্ত্রণালয়

ঢাকা: এক কর্মস্থলে তিন বছরের বেশি হলেই তাকে বদলী করা হবে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে অফিসগুলোতে কাজ করা কর্মচারীদের জন্য এমন নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

মূলত গত বুধবার (১৩ নভেম্বর) এমন একটি পরিপত্র জারি করা হয়।

সেখানে বলা হয়, সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সেবা প্রদান পদ্ধতিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি কর্মচারীদের মাধ্যমে এসব সেবা দেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত। এ প্রেক্ষাপটে মাঠপর্যায়ে ভূমি পরিষেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি প্রতিষ্ঠাসহ জনবান্ধব ভূমি পরিষেবায় জনদুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের আওতাধীন একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত (১০ম থেকে ২০তম গ্রেড) কর্মচারীদের ওই কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা সমীচীন বলে প্রতীয়মান হচ্ছে।

এর উদ্দেশ্য পরিষ্কার করে এতে আরও উল্লেখ করা হয়, মাঠপর্যায়ে ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে সব বিষয়ে কাজ করার সুযোগ দেওয়া।

মাঠপর্যায়ে জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জনগণের দুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে যিনি বা যারা একই কর্মস্থলে বা একই শাখায় তিন বছরের অধিককাল কর্মরত, তাদের কর্মস্থল বা শাখা পরিবর্তন বা অন্যত্র বদলি করা। দুর্গম বা প্রতিকূল যোগাযোগসম্পন্ন এলাকায় কর্মরত কর্মচারীদের চাকরির মেয়াদ দু-বছর হলেই তাকে অন্যত্র বদলি করা। শারীরিক অসুস্থতা বা নৈতিক স্খলনজনিত বা সুনির্দিষ্ট বা যুক্তিসংগত কারণে নির্ধারিত সময়ের আগে কোনো কর্মচারীকে অন্যত্র বা আন্তঃজেলা বদলি করা হলে, জেলা প্রশাসক এবং ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার কর্তৃক বদলির কারণ দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন আকারে ভূমি মন্ত্রণালয়ে দাখিল করা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

ভূমি মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর