Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সচিব সাইদুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৫:৫৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৯:০৪

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান

ঢাকা: স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। এর আগে তিনি এনজিও ব্যুরোর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এদিকে স্বাস্থ্য সেবা বিভাগে দায়িত্বরত সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে বদলি করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, আকমল হোসেন আজাদকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছে।

এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

নিয়োগ স্বাস্থ্য সেবা বিভাগের সচিব