Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৫:৩৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:৫৩

প্রতীকী ছবি

নওগাঁ: জেলার সুলতানপুর মহল্লায় এক ব্যাক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ‘বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশি মান্নানের সাথে নজরুলের দীর্ঘ দিনের দ্বন্দ্ব। বুধবার সকালে মান্নান নজরুলের রোপন করা কয়েকটি আমগাছ কাটে। ফলে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে মান্নান ধারালো বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নজরুল মারা যায়।’

বিজ্ঞাপন

নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা বলেন, ‘দ্বন্দ্বের জেরে মান্নান ও তার পরিবারের লোকজন প্রায়ই নজরুলকে হত্যার হুমকি দিত। সেই উদ্দেশ্য থেকে তারা পরিকল্পিত ভাবে ঝগড়ায় জড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি)পরিদর্শক আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ওসি নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য নওগাঁ আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/এইচআই

কুপিয়ে হত্যা জমির বিরোধ নওগাঁ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর