অনুমোদন পেল সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ
২০ নভেম্বর ২০২৪ ১৪:২৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৪:৩৬
ঢাকা: খুন, গুম, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে কোনো রাজনৈতিক দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিলের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অধ্যাদেশের সংশোধনীতে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন।
বুধবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধিত অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সই করলে এটি অধ্যাদেশ আকারে জারি হবে।
জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় চালানো গণহত্যা ও আওয়ামী লীগের সবশেষ ১৬ বছরের শাসনামলে গুমের অভিযোগগুলো অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নিয়েছে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে এর বিচার কার্যক্রমের প্রাথমিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গণহত্যা ও গুম-খুনের যথাযথ বিচার নিশ্চিত করতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যা অনুমোদন পেল উপদেষ্টা পরিষদের বৈঠকে। এবার কেবল রাষ্ট্রপতির সইয়ে এটি অধ্যাদেশ আকারে জারি হওয়ার অপেক্ষা।
সারাবাংলা/জেআর/টিআর
অধ্যাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের অনুমোদন সংশোধিত অধ্যাদেশ