Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে সংঘাতে ২ মাসে দুই শতাধিক শিশু নিহত: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ১১:২৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৩:২২

লেবাননে গত দুই মাসের ইসারাইলি হামলায় ২০০ জনের বেশি শিশু প্রাণ হারিয়েছে এবং এক হাজার ১০০ শিশু আহত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ্ বিরদ্ধে ইসরাইল বড় ধরনের অভিযান চালানো শুরু করার পর লেবাননে এক বছর ধরে চলা এই অভিযান যুদ্ধে রুপ নেয়।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এন্ডার জানিয়েছেন, দুই মাসেরও কম সময়ে লেবাননে ২০০ এর ও বেশি শিশু প্রাণ হারিয়েছে। তবে এই ব্যাপারে ইসরাইলের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতোগুলো শিশুর প্রাণ যাওয়ার পরও যারা সহিংসতা বন্ধে সক্ষম,তারা কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছেন।

তিনি অবশ্য এই হত্যাকাণ্ডের জন্য কে বা কারা দায়ি সে ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেছেন, যারা গণমাধ্যমে খোঁজ খবর রাখেন তাদের কারোরই বিষয়টি অজানা নয়।

জেমস দাবি করে আরও বলেন, লেবানন ও গাজার সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সেখানেও ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধে ৪৩ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের দেওয়া তথ্যানুযায়ী নিহত শিশুর সংখ্যা ১৬ হাজারেরও বেশি।

যুদ্ধের ভয়াবহতা থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ মনস্তাত্বিক সহায়তাসহ চিকিৎসা সেবা, খাদ্য এবং ঘুমের ওষুধ সরবরাহ করছে বলে জানিয়েছেন মুখপাত্র জেমস এন্ডার।

এছাড়া তিনি অভিযোগ করে বলেছেন, গাজার ক্ষেত্রে যেমনটি হয়েছে, লেবাননের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

ইউনিসেফ লেবাননে সংঘাত শিশু নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর