অনুমতি পেয়েই রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা
২০ নভেম্বর ২০২৪ ১০:০৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১২:১৯
ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলা করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। জেলেনস্কির সেনা যুক্তরাষ্ট্রের ‘আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম’ (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা করেছে বলে জানিয়েছে রাশিয়া।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেসিডেন্ট মেয়াদের শেষ সময়ে এসে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলা চালার অনুমতি দিয়েছে ইউক্রেনকে বলে জানিয়েছিল রয়টার্স। অনুমতি পাওয়ার একদিন পরেই রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলা চালাল ইউক্রেন।
আরও পড়ুন-ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিলেন বাইডেন
মস্কোর দাবি, মোট ছ’টি মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইউক্রেন সেনা। যার পাঁচটিকে আকাশেই ধ্বংস করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের আগে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য যে শেষ দফার অস্ত্র বরাদ্দ করেছিলেন তার মধ্যেই ছিল এই এটিএসিএমএস।
বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় বিকাল ৩টা ২৫ মিনিটে এই হামলা চালানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিষয়টি নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছেন ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র। এর ফলে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে এবং তার পরিণতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে বলে তাঁর হুঁশিয়ারি।
পাশাপাশি মঙ্গলবার ভ্লাদিমির পুতিনের সরকার নতুন করে পরমাণু হামলার হুঁশিয়ারিও দিয়েছে। সেই সঙ্গে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রস্তাবও গ্রহণ করার কথাও জানিয়েছে পুতিন সরকার। ৩০০ কিলোমিটার পাল্লার এটিএসিএমএস ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র রুশ-ইউক্রেন যুদ্ধে নতুন মাত্রা আনতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ।
সারাবাংলা/এইচআই