Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাহিদা না থাকায় কমেছে পেঁয়াজের দাম, আলুর দাম বাড়তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ০৯:০১ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১১:২৯

ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ

দিনাজপুর: হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ ও আলু আমদানি স্বাভাবিক রয়েছে। বন্দরের পেঁয়াজের দাম কমতে শুরু করলেও বাড়তি আমদানিকৃত আলুর দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। অন্যদিকে প্রকারভেদে প্রতিকেজি আলুর দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরলেও আলুর দাম বাড়ায় বিপাকে বন্দরের পাইকাররা।

বুধবার (২০ নভেম্বর) হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত ইন্দোর জাতের পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছে ৭২ থেকে ৭৫ টাকা (সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছিল ৯৫ থেকে ৯৮ টাকা কেজি দরে) আর নতুন জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা (সপ্তাহ খানেক বিক্রি হয়েছিল ৯০ থেকে ৯২ টাকা)। বন্দরে সাউথ জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে (সপ্তাহখানেক বিক্রি হয়েছিল ১০০ থেকে ১০২ টাকা)। অন্যদিকে সপ্তাহখানেক আগে আলু ৫২ থেকে ৫৩ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই আলু বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৯ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন

পাইকারি ব্যবসায়ী রাশেদুজ্জামান বলেন,আজ বন্দরে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আমাদের আড়ত গুলোতে চাহিদা না থাকায় আমরা তেমন একটা পেঁয়াজ কিনছি না যার কারণে দাম কমেছে। তবে আলুর দাম একটু বেশি। দাম কমলে তো আমাদের জন্য ভালো হয়।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর আলম বাবু বলেন, ‘পেঁয়াজের আমদানি অনেকটাই বেড়েছে তবে বন্দরে ক্রেতা কমেছে যার কারণে পেঁয়াজের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে পেঁয়াজের দাম।’ দাম আরও কমে আসবে বলে জানান তিনি।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসে এখন পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে ১০ হাজার ৩০৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে আর আলু আমদানি হয়েছে ১৫ হাজার মেট্রিক টন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

দিনাজপুর পেঁয়াজ ভারত থেকে আমদানিকৃত হিলি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর