সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যানকে ১২ কোটি, স্ত্রীকে ৫ কোটি টাকা জরিমানা
২০ নভেম্বর ২০২৪ ০১:৪১ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১১:৪৫
ঢাকা: পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ১৯ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর মধ্যে সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করায় কোম্পানিটির ওই সময়কার পরিচালক ও আলমগীর কবিরের স্ত্রী অধ্যাপক সুরাইয়া বেগমকে জরিমানা করা হয়েছে পাঁচ কোটি টাকা।
একই ঘটনায় তুষার এল কে মিয়াকে দুই কোটি ৫০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়েছে। তুষার সম্পর্কে আলমগীর কবিরের জামাতা। এ ছাড়া সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে জরিমানা করা হয়েছে পাঁচ লাখ টাকা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএসইসির ৯৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার বিক্রি করে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় এই তিনজনের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা ও তুসার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা এবং মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে ওই বিধিমালার সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় কোম্পানিটির তৎকালীন পরিচালক অধ্যাপক সুরাইয়া বেগমকে পাঁচ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
বিএসইসির জরিমানার মুখোমুখি আলমগীর কবির ২০ বছর সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। গত ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর ৩০ সেপ্টেম্বর তাকে ব্যাংকটির পর্ষদ থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
আলমগীর কবির বিএসইসির সদস্যও ছিলেন। ১৯৯৬ সালে তিনি সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
বিএসইসি সূত্রে জানা যায়, সুরাইয়া বেগম বে লিজিংয়ের পরিচালক থাকা অবস্থায় সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন লঙ্ঘন করে কোম্পানির শেয়ার বিক্রি করেন। তার স্বামী আলমগীর কবির ও জামাতা তুষারও একই কাজ করেছেন।
ওই আইন অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানির কোনো পরিচালক নির্ধারিত একটি সময়ে ওই কোম্পানির শেয়ার লেনদেন করতে পারেন না। কিন্তু এই তিনজন ওই আইন লঙ্ঘন করেই শেয়ার বেচাকেনা করেছেন, যার নেতৃত্বে ছিলেন সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির। স্ত্রী পরিচালক থাকায় তার মাধ্যমে আলমগীর কবিরই বে লিজিংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।
সারাবাংলা/জিএস/টিআর
আলমগীর কবির বিএসইসি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট শেয়ার কারসাজি সাউথইস্ট ব্যাংক সুরাইয়া বেগম