মিনহাজ মান্নান ইমন ডিএসই‘র পরিচালক নির্বাচিত
১৯ নভেম্বর ২০২৪ ২১:৪১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২৩:১৮
ঢাকা: ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিএসইর একটি শেয়ারহোল্ডার পরিচালক পদ শূন্য ছিল। মিনহাজ মান্নান ইমন ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় তাকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
পুঁজিবাজারের অন্যতম বিশ্লেষক মিনহাজ মান্নান ইমন দীর্ঘ ৩৫ বছর ধরে পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো ডিএসইর পরিচালক নির্বাচিত হয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালের মার্চে পুনরায় পরিচালক নির্বাচিত হন এবং ২০২০ সালের সেপ্টম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি এই দীর্ঘ সময়ে বেশ কিছু কোম্পানির ইস্যু ম্যানেজার এবং আন্ডাররাইটার এর দায়িত্ব পালন করেছেন।
তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোওর ডিগ্রি অর্জন করেন এবং রহমান রহমান হক অ্যান্ড কোম্পানি থেকে ৪ বছর মেয়াদী চার্টার্ড একাউন্টেন্সি কোর্স শেষ করেন। বিএলআই সিকিউরিটিজ ২০০১ সালে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসই’র সদস্যপদ লাভ করেন। মিনহাজ মান্নান ইমন ২০০৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের আর্থিক প্রতিষ্ঠান বিএলআই সিকিউরিটিজের প্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি টুমোরোল্যান্ড ও গ্রীনওয়ার্ক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক। এ ছাড়াও তিনি চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্পোরেট সদস্য প্রাটিনাম সিকিউরিটিজের স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক।
সারাবাংলা/জিএস/এসআর