Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কপ২৯ সম্মেলন
জলবায়ু ফান্ডের অর্থ ছাড়ের জন্য বিক্ষোভ

উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১৯:১৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২২:৩৮

ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রাপ্য জলবায়ু ফান্ডের অর্থ ছাড়ের জন্য বিক্ষোভ

আজারবাইজানের বাকু থেকে: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ২৯) দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৯ নভেম্বর) বেশ কয়েকটি সংগঠন ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রাপ্য জলবায়ু ফান্ডের অর্খ ছাড়ের জন্য বিক্ষোভ করেছেন।

এর মধ্যে প্লানেট নিয়ে কাজ করা পরিবেশবাদী কোরিয়ান সংগঠন কে-গ্রিন ফাউন্ডেশন ও গ্রিন ওয়ার্ল্ড নিয়ে কাজ করা আজারবাইজানের পরিবেশবাদী সংগঠন ইরাসমাস স্টুডেন্ট নেটওয়ার্ক রয়েছে।

বিজ্ঞাপন

আজারবাইজানের সংগঠনটির দাবি, গ্রিন ওয়ার্ল্ড গড়তে অবশ্যই ফান্ড ছাড়ের ব্যবস্থা করতে হবে। তা না হলে এই সুন্দর পৃথিবী অবশ্যই ধ্বংসের দিকে ধাবিত হবে।

আর ২০০২সাল থেকে প্লানেট নিয়ে কাজ করা কোরিয়ান সংগঠনটির দাবি, বাকু সম্মেলনের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য দ্রুত ফান্ড ছাড়ের ব্যবস্থা করতে হবে। ফান্ড ছাড়ে বড় বাধা হলো বযুক্তরাষ্ট্র। অথচ বড় বড় দেশগুলো বাতাসে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড ছাড়ছে। বিক্ষোভে কার্বন ডাই অক্সাইড ছাড়া বন্ধেরও দাবিও জানান সংগঠনটি।

কে-ফাউন্ডেশনের দাবি, জলবায়ুর অর্থ আমাদের ভবিষ্যৎ চলার পথ। সুতরাং ফান্ডের অর্থ সবাইকে বিলিয়ে দাও।

উল্লেখ্য, জাতিসংঘের অধীনে সবচেয়ে বড় আয়োজন এই জলবায়ু পরিবর্তন সম্মেলন গত ১১ নভেম্বর আজারাবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে। আগামী ২২ নভেম্বর সমাপনী ভাষণের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটবে। তবে এই সম্মেলনের সফলতা কতটুকু আসবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

অর্থ ছাড় জলবায়ু ফান্ড বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর