Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০ ব্যাচের এএসপিদের কুচকাওয়াজ ফের স্থগিত, সঙ্গে এসআইদেরও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১৭:৩২ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:৪৭

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি। ফাইল ছবি

রাজশাহী: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করেছে পুলিশ সদর দফতর। পাশাপাশি প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও স্থগিত করে দেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দফতরের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে সমাপনী কুচকাওয়াজ স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি পুলিশ সদর দফতর। বিজ্ঞপ্তিতে কেবল ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ২৪ নভেম্বর এএসপি ও এর দুদিন পর ২৬ নভেম্বর এসআইদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। এর মধ্যে এএসপিদের কুচকাওয়াজ স্থগিত করা হলো দ্বিতীয়বারের মতো।

আরও পড়ুন-

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয় গত বছরের ২০ অক্টোবর। প্রশিক্ষণ শেষে গত ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন ছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণও জানানো হয়। আগের রাতে হঠাৎ কুচকাওয়াজ স্থগিত করে ২৪ নভেম্বর এর জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়ম, যেটি এবারও স্থগিত হলো।

সোমবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মহিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন ও ৪০তম ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। ২৪ নভেম্বর অনুষ্ঠেয় তাদের সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে।

বিজ্ঞাপন

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলাম বলেন, ‘দ্বিতীয়দফায় এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। কিছুদিনের জন্য এটা স্থগিত। আবার দ্রুতই এ অনুষ্ঠান আয়োজন করা হবে।’

এদিকে গত বছরের ৫ নভেম্বর ৪০তম ক্যাডেট ব্যাচের ৮২৩ জন এসআইয়ের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। গত ৪ নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এর আগে গত ২১ অক্টোবর প্রশিক্ষণরত ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও সবশেষ গতকাল সোমবার তিনজন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যহতি দেওয়া হয়েছে।

এই ব্যাচের প্রশিক্ষণরত বাকি এসআই ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ২৬ নভেম্বর। সোমবার তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজও স্থগিতের আদেশ জারি হয়েছে।

পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল ডিআইজি শেহেলা পারভীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।

অ্যাডিশনাল ডিআইজি শেহেলা পারভীন বলেন, ‘কেন অনুষ্ঠান স্থগিত করা হলো, সেটি আমি জানি না। কবে আবার হবে, তাও বলতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী সমাপনী কুচকাওয়াজ স্থগিত করেছি। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলেই অনুষ্ঠান আয়োজন করা হবে।’

সারাবাংলা/টিআর

এএসপিদের কুচকাওয়াজ কুচকাওয়াজ স্থগিত পুলিশ একাডেমি সারদা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর