সিরিয়ায় তুরস্কের হামলায় পানিবঞ্চিত ১০ লাখ মানুষ
১৯ নভেম্বর ২০২৪ ১৬:৩৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৮:২৬
সম্প্রতি সিরিয়ার উত্তর-পূর্বাংশে তুরস্কের বিমান হামলার পরে দেশটিতে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। তীব্র খরা এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতির কারণে তীব্রভাবে বেড়েছে পানির চাহিদা। পানিবঞ্চিত হচ্ছেন সিরিয়ার বাসিন্দারা।
এতে দেশটির প্রায় ১০ লাখের বেশি মানুষ পানিবঞ্চিত হচ্ছেন।
ইতোমধ্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রায় লক্ষাধিক মানুষ পানি ছাড়া জীবন কাটাচ্ছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত তুরস্ক উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি-নিয়ন্ত্রিত এলাকায় ১০০টিরও বেশি হামলা চালিয়েছে। এ হামলার মূল লক্ষ্য ছিল তেল ক্ষেত্র, গ্যাস সরবরাহ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো।
এই হামলার ফলে সিরিয়ার হাসাকা প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে মূল পানি সরবরাহ কেন্দ্র আলৌকের কার্যক্রম বন্ধ করে দেয়। সেখানকার নাগরিকরা ২০ কিলোমিটার দূর থেকে ট্যাঙ্কারের মাধ্যমে পানি সংগ্রহ করেন এবং পানি সংগ্রহের জন্য প্রায় প্রতিদিনই সংগ্রাম করছেন।
তুরস্কের দাবি, এই হামলা কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর আয় এবং ক্ষমতার উৎস ধ্বংসের জন্য পরিচালিত হয়েছে।
যুদ্ধ, খরা এবং তুরস্কের সামরিক অভিযান উত্তর-পূর্ব সিরিয়ার জনগণের জীবনে বর্তমানে এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির জনগণ।
সারাবাংলা/এসডব্লিউ