Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লির পর দূষণে শীর্ষে পাটনা ও লখনউ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪ ১৫:৫৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:৩৫

ছবি: সংগৃহীত

দূষণ পরিস্থিতিতে ভারতের রাজধানী দিল্লি শীর্ষস্থানে অবস্থান করছে, তবে পাটনা এবং লখনউও সেই তালিকায় দ্রুত উঠে এসেছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, পাটনায় বায়ুর গুণমান সূচক (একিউআই) ৩৫০ এবং লখনউয়ে ৩২১, যা খুব খারাপ পর্যায় বলে বিবেচিত। অন্যদিকে, দিল্লিতে গত কয়েক দিনে বায়ুর গুণমান সূচক ৫০০ ছাড়িয়ে গিয়ে অত্যন্ত ভয়ানক অবস্থায় পৌঁছেছে।

উত্তরপ্রদেশের বেশ কয়েকটি শহরেও দূষণ পরিস্থিতি উদ্বেগজনক। মিরাট, গাজিয়াবাদ, শামলি, বুলন্দশহর, মুজাফফরনগর, হাপুর, বাগপত এবং গৌতম বুদ্ধ নগরে দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। রাজ্যের মুখ্য সচিব মনোজকুমার সিংহ সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বিহারের রাজধানী পাটনা ছাড়াও রাজ্যের অন্যান্য অঞ্চলেও দূষণের মাত্রা বেড়েছে। দানাপুরে বায়ুর গুণমান সূচক ৩৩২ এবং হাজিপুরে ৪০৩-এ পৌঁছেছে, যা অত্যন্ত ভয়ানক। গয়া (২৯৪) এবং আরারিয়া (২২১)-তেও বাতাসের মান খারাপ অবস্থায় রয়েছে। তবে পূর্ণিয়ার বাতাসের গুণগত মান তুলনামূলকভাবে সন্তোষজনক অবস্থায় (৫০-এর নিচে)।

কলকাতাসহ অন্যান্য শহরের দূষণ পরিস্থিতি

কলকাতার বায়ুর গুণমান সূচক বর্তমানে ১৭৬, যা সামান্য খারাপ পর্যায়ের মধ্যে পরে। সিপিসিবি-র তথ্য অনুযায়ী, দেশের অন্যান্য শহরগুলোর মধ্যে ভোপাল (২০৯), চণ্ডীগড় (২০৪), জয়পুর (১৪৯), ভুবনেশ্বর (১৩৭), রায়পুর ও বেঙ্গালুরু (১২৮), এবং চেন্নাই (১২২) দূষণের ‘খারাপ’ এবং ‘সামান্য খারাপ’ পর্যায়ের মধ্যে রয়েছে। মুম্বইয়ের বাতাসের মান তুলনামূলকভাবে ভালো (৯৯), যা ‘সন্তোষজনক’ পর্যায়ে।

বিজ্ঞাপন

অন্যদিকে, অসমের গুয়াহাটি (৪৮) এবং কেরলের তিরুবনন্তপুরম (৬৬) বাতাসের গুণগত মান ভালো অবস্থায় রয়েছে। এই শহরগুলোর তুলনায় দিল্লি, পাটনা, এবং লখনউয়ের দূষণ পরিস্থিতি দেশের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সুইস সংস্থার রিপোর্ট অনুযায়ী, দিল্লি বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহর। শহরের বায়ুতে পার্টিকুলেট ম্যাটার ২.৫ (পিএম ২.৫) দূষণকারী উপাদানের উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত মাত্রার ১৩০.৯ গুণ বেশি।

সারাবাংলা/এনজে

দিল্লি পাটনা বায়ু দূষণ লখনউ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর