Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈঠকে বসতে ফের সচিবালয়ে যাচ্ছেন তিতুমীরের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১৫:৩৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:০৩

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা বৈঠকের জন্য আবারও সচিবালয়ে গেছে। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা বৈঠকের জন্য আবারও সচিবালয়ে গেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে বৈঠকের জন্য গেছে শিক্ষার্থীদের প্রতিনিধি দল। তবে বিশ্ববিদ্যালয়ের দাবিতে ক্যাম্পাসে ‘ক্লোজডাউন’ কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ক্যাম্পাস থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছে। বিকেল সাড়ে ৩টায় বৈঠকে বসার কথা রয়েছে তাদের।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলের একজন মতিউর রহমান জানান, ‘আমারা একটু আগে কল পেয়েছি। ১৪ সদস্যের একটি দল নিয়ে আমরা যাচ্ছি।’

১৪ সদস্যের এই দলে রয়েছেন- মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নায়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, তোয়াহা ও কাউসার।

আরও পড়ুন-

এদিকে কলেজ ক্যাম্পাসে ‘ক্লোজডাউন’ কর্মসূচি অবহ্যাত রেখেছে শিক্ষার্থীরা। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলছেন তারা।

বিজ্ঞাপন

সকাল খেকেই ‘তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান’, ‘তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি’’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকব’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার থেকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে সড়কে নেমে আন্দোলন করে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মঙ্গলবার মহাখালীতে ঢাকা-ময়মনসিং সড়ক সাড়ে চার ঘণ্টা ধরে অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কিছু সময় রেলপথও অবরোধ করেন, এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সারাবাংলা/এসএইচএস/এমপি

আন্দোলন সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর