Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে স্কুলের সামনে গাড়ি দুর্ঘটনায় আহত একাধিক শিশু

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪ ১৫:১৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:০৪

চীনের হুনান প্রদেশের ইয়ংআন প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাস দূর্ঘটনা। ছবি: সংগৃহীত

চীনের হুনান প্রদেশের একটি স্কুলের বাইরে গাড়ি দুর্ঘটনায় একাধিক শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানায়, দুর্ঘটনায় অনেক শিশু আহত হয়েছে, তবে সঠিক সংখ্যাটি এখনও নির্ধারণ করা যায়নি। চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, চিৎকার করতে করতে শিশুরা স্কুলের ভেতরে ছুটে যাচ্ছে এবং মাটিতে আহত অবস্থায় কয়েকজন পড়ে আছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনাটি হুনানের চাংডের ডিঙচেং জেলার ইয়ংআন প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটেছে। এটি দুর্ঘটনা ছিল নাকি ইচ্ছাকৃত, তা এখনও নিশ্চিত করেনি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম।

সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাপ্তবয়স্কও আহত হয়েছেন। সাদা রঙের একটি এসইউভি চালককে অভিভাবক এবং নিরাপত্তা প্রহরীরা দমন করে আটক করেন।

যদিও চীনে সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল কিন্তু, সাম্প্রতিক সময়ে একাধিক গণহামলার ঘটনা সমাজের বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভের কারণে সংঘটিত হওয়ার বিষয়টি দেখা যাচ্ছে।

গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার গাড়ি ভিড়ের মধ্যে চালানোর ঘটনায় ৩৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হন। স্থানীয় পুলিশ জানায়, ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তার তালাক সংক্রান্ত শর্ত নিয়ে ক্ষুব্ধ ছিলেন।

শনিবার (১৬ নভেম্বর) পূর্বাঞ্চলীয় শহর উক্সির একটি কারিগরি স্কুলে ছুরি হামলায় অন্তত আটজন নিহত এবং ১৭ জন আহত হন। পুলিশ জানায়, ২১ বছর বয়সী অভিযুক্ত একজন ছাত্র ছিলেন, যিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফেল করায় গ্র্যাজুয়েট হতে পারেননি এবং তার ইন্টার্নশিপের বেতনে অসন্তুষ্ট ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, সেপ্টেম্বরে ৩৭ বছর বয়সী এক ব্যক্তি সাংহাইয়ের একটি সুপারমার্কেটে তিনজনকে হত্যা এবং ১৫ জনকে আহত করার ঘটনায় গ্রেপ্তার হন। কর্তৃপক্ষ জানায়, আর্থিক সমস্যার কারণে তিনি সাংহাইয়ে গিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন।

সারাবাংলা/এনজে

আহত চীন দূর্ঘটনা শিশু স্কুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর