বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আইন উপদেষ্টা
১৯ নভেম্বর ২০২৪ ১৩:৪৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৬:০৭
ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে। পরবর্তী সকল বিচারক নিয়োগ নতুন হতে যাওয়া আইনের আওতায় হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইন আমরা বাতিল করে দিয়েছি। এই আইনটি বাতিল হওয়ার পর এই আইনের আওতায় যত মামলা হয়েছে তা একসঙ্গে রহিত হয়ে যাবে। এটি বাতিল করে সাইবার সুরক্ষা আইন নামে আরেকটি আইন হবে। কম্পিউটার ও হ্যাকিং রোধে কাজ করবে।
তিনি বলেন, আইন মন্ত্রণালয় এরইমধ্যে আইনটি ফাইনাল করে দিয়েছে, এটি এখন তথ্য মন্ত্রণালয়ে আছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধন আনা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, এ নিয়ে বুধবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদে তোলা হবে। অতিপ্রয়োজনীয় কিছু সংশোধন করে নির্বাচন দেব।
সেইসঙ্গে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে বলেও জানান আইন উপদেষ্টা।
দায়িত্ব নেওয়ার তিন মাসে তার মন্ত্রণালয় কি কি উদ্যোগ নিয়েছে তা উল্লেখ করে তিনি আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নিয়োগ দেওয়া কয়েক শত শত আইন কর্মকর্তা পালিয়েছেন। তারা আর কাজে যোগ দেননি। গত তিন মাসে আইন মন্ত্রণালয় চার হাজার ৩০০ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। নিয়োগের সুফল হলো দ্রুততম সময়ে হয়রানিমূলক মামলা নিস্পত্তি হবে। মামলার নামে বানিজ্য হচ্ছে, হয়রানির জন্য মামলা হচ্ছে। এ সকল মামলা থেকে প্রতিকারের পথ তৈরি হবে এই নিয়োগের মাধ্যমে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, বিদেশি আইনজীবী নিয়োগ প্রসেসে রয়েছে। ২২৯ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। এতে বিচারের স্বচ্ছতা, গতি বাড়িয়ে দেবে।
জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন রহিত করাসহ ১০টি আইন রহিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গত তিন মাসে চেষ্টা করেছি কাজ করার। ভুল করতে পারি, যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করে যাচ্ছি।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে উদ্দেশে উপদেষ্টা আসিফ নজরুল মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দেন। তিনি বলেন, ট্রেনে আক্রমণ করে নারী ও শিশুকে আহত করা অমানবিক।
সারাবাংলা/জেআর/ইআ