৫ দফা দাবিতে সমাবেশের ডাক গণতান্ত্রিক ছাত্র জোটের
১৯ নভেম্বর ২০২৪ ১৩:৪৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৬:২০
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, শহিদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান,আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, ছাত্র সংসদ নির্বাচন চালুসহ পাঁচ দফা দাবিতে ‘পদযাত্রা ও সমাবেশ’ কর্মসূচির ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।
মঙ্গলবার (১৯ নভেম্বর) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্ররা তাদের ৫দফা দাবি উত্থাপন করেন।
আগামী ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাহাদুর শাহ পার্ক পর্যন্ত ‘পদযাত্রা ও সমাবেশ’ অনুষ্ঠিত হবে বলে জানান ছাত্র জোটের সদস্যরা।
তাদের দাবিগুলো হলো:
১. অবিলম্বে গণহত্যায় জড়িতদের বিচার কর। শহিদ পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা, আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা কর।
২. ছাত্র রাজনীতি নিষিদ্ধের পায়তারা বন্ধ কর। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দাও।
৩. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রন করো। নিম্নআয়ের মানুষদের জন্য আর্মি রেটে রেশন দাও। সিন্ডিকেট এবং বড় বড় ব্যবসায়ীদের দৌরাত্ম নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় বাণিজ্য চালু কর।
৪. শ্রমিক আন্দোলনে পুলিশি হামলা বন্ধ কর,গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ কর। গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার কর।
৫.পুনর্বাসন ছাড়া রিকশা শ্রমিকদের হয়রানি করা বন্ধ কর।
সারাবাংলা/এআইএন/এসডব্লিউ