Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর শিক্ষার্থীদের ‘ক্লোজডাউন’, ক্যাম্পাসে পুলিশ প্রবেশ নিয়ে উত্তেজনা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১৩:১৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৬:২৮

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে নতুন কর্মসূচি হিসেবে ‘ক্লোজডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে নতুন কর্মসূচি হিসেবে ‘ক্লোজডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিকে, সকালে ক্যাম্পাসে পুলিশ সদস্যদের প্রবেশের জেরে উত্তেজনা বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্লোজডাউনের আওতায় কলেজের সকল ক্লাস, পরীক্ষা বর্জনের সঙ্গে ক্যাম্পাস কেন্দ্রীক সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ক্যাম্পাসে পুলিশ প্রবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেছেন শিক্ষার্থীরা। এদিকে, মহাখালী রেললাইনের কাছে সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

কলেজের সামনে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কলেজের মূল ফটকের ভেতরে পুলিশ সদস্যরা প্রবেশ করেন। শিক্ষার্থীদের প্রতিবাদের প্রেক্ষিতে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে বাহিরে অবস্থান নেন। সেই থেকেই পুলিশ প্রবেশের বিষয়টি নিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী গোলাম কিবরিয়া মুয়াজ বলেন, ‘ক্যাম্পাসের ভিতরে কীভাবে পুলিশ ঢুকলো এটার জবাব দিতে হবে। এর প্রতিবাদে আমরা ক্যাম্পাসের ভিতর একটি বিক্ষোভ মিছিল করেছি। আজকে আমাদের কর্মসূচি ক্লাস-পরীক্ষা বর্জন চলমান থাকবে।’

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান, আন্দোলনের কারণে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় আমরা ওই বিষয়টি দেখছি। আমাদের সদস্যরা শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানতে ক্যাম্পাসে গিয়েছিল। তারা আবার ফিরে এসেছে।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আন্দোলন করে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। গতকাল মহাখালীতে ঢাকা-ময়মনসিং সড়ক সাড়ে ৪ ঘণ্টা যাবত অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কিছু সময় রেলপথও অবরোধ করে শিক্ষার্থীরা যাতে ঢাকার সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

সারাবাংলা/এসএইচএস/এমপি

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর