Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ফের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১২:৪৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৪:২৩

গাজীপুর: গাজীপুরে আজও ফের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছেন। এ অবরোধ কার্যক্রমে ডরিন ও আইরিশ কারখানা শ্রমিকরাও সড়কে অবস্থান নিয়েছেন। সড়ক বন্ধ থাকায় যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।

বিজ্ঞাপন

গত অক্টোবরের বকেয়া বেতনের দাবিতে এক সপ্তাহ ধরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। সোমবার (১৮ নভেম্বর) রাতে অবরোধ ছেড়ে দিলেও ৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় আজ সকালে সড়কে অবস্থান নেন।

শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত কয়েক মাস ধরে শ্রমিকরা প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করছে। চলতি মাসেও আশপাশের প্রায় সব কারখানার বেতন ভাতা পরিশোধ করা হলেও বেক্সিমকোর শ্রমিকরা বেতন পাননি। যার কারণে বেতনের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন তারা।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতোই তারা আজও সড়ক অবরোধ করেছেন। তারা বেতন না পেলে সড়ক থেকে যাবে না। কারখানা কর্তৃপক্ষও বেতন দেবে এমন কোনো আশ্বাস এখন পর্যন্ত দেননি। তবে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।

সারাবাংলা/ইআ

গাজীপুর সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর