Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সতীর্থকে নিয়ে বর্ণবাদী মন্তব্যে ৭ ম্যাচ নিষিদ্ধ!

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪ ১০:৪৭

রদ্রিগো বেন্টাকুর

প্রতিপক্ষের ফুটবলারকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে নিষিদ্ধ হওয়ার ঘটনা নতুন নয়। তবে এবার নিজ দলের সতীর্থকে নিয়ে বেফাঁস বর্ণবাদী মন্তব্য করে ফেঁসে গেছেন টটেনহাম ফুটবলার রদ্রিগো বেন্টাকুর। ক্লাব সতীর্থ হিউ মিন সনকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ৭ ম্যাচ নিষিদ্ধ হয়েছে বেন্টাকুর।

ঘটনার সূত্রপাত গত জুনে। উরুগুয়ের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মিডফিল্ডার বেন্টাকুর। ম্যাচের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এক পর্যায়ে ওঠে সনের প্রসঙ্গ। তখন বেন্টাকুর কোরিয়ান ফুটবলারদের ‘একই রকম’ চেহারা নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছিলেন। পরবর্তীতে অবশ্য এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন বেন্টাকুর।

বিজ্ঞাপন

তবে ক্ষমা চেয়েও শেষরক্ষা হয়নি বেন্টাকুরের। তাকে ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবল অ্যাসোসিয়েশন। একই সাথে বেন্টাকুরকে এক লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। জরিমানার সাথে বেন্টাকুরকে অংশ নিতে হবে বাধ্যতামূলক শিক্ষা কার্যক্রমেও।

২৭ বছর বয়সী বেন্টাকুর মাঠের বাইরে থাকবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। তিনি মিস করবেন ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসির বিপক্ষে লিগের ম্যাচ। একই সাথে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও থাকছেন না তিনি।

এই মৌসুমে টটেনহামের হয়ে ১৫ ম্যাচে মাঠে নেমে একটি গোলের দেখা পেয়েছেন বেন্টাকুর।

সারাবাংলা/এফএম

টটেনহাম হটস্পার্স রদ্রিগো বেন্টাকুর হিউং মিন সন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর