Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের সব শাখায় ১, ২ ও ৫ টাকার কয়েন লেনদেনের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ০৮:৩০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১২:৩২

সব তফসিলি ব্যাংকের সব শাখায় ১, ২ ও ৫ টাকার কয়েন লেনদেন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জনসাধারণের চাহিদা অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংককে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা তথা কয়েনের লেনদেন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

ব্যাংকগুলোকে জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্টসংখ্যক ধাতব মুদ্রা সংরক্ষণ করার জন্য আগেও নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে বেশকিছু তফসিলি ব্যাংকের শাখা পরিপত্রের ভুল ব্যাখ্যা দিয়ে নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা কেবল ভল্টে সংরক্ষণ করে আসছে। ওইসব শাখায় ধাতব মুদ্রা লেনদেন করা হয় না। এসব ব্যাংক থেকে কেউ ধাতব মুদ্রা সংগ্রহও করতে পারে না।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক নির্দেশনায় বলেছে, জনসাধারণের চাহিদা অনুযায়ী ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রার লেনদেন সব ব্যাংকের সব শাখায় নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতিটি ব্যাংকের স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখায় এক টাকার ২৪ হাজার পিস, দুই টাকার ২৪ হাজার পিস ও ৫ টাকার ১৫ হাজার পিস ধাতব মুদ্রা সংরক্ষণ করতে হবে।

এর বাইরে অন্যান্য প্রতিটি শাখায় আট হাজার পিস এক টাকার, আট হাজার পিস দুই টাকার ও পাঁচ হাজার পিস পাঁচ টাকার ধাতব মুদ্রা সংরক্ষণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

উপশাখাগুলোর উদ্দেশে দেওয়া নির্দেশনায় বলা হয়, প্রতিটি উপশাখায় সর্বনিম্ন দুই হাজার পিস এক টাকার, দুই হাজার পিস দুই টাকার ও এক হাজার পিস ৫ টাকার ধাতব মুদ্রা সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক নির্দেশনায় বলেছে, লেনদেনের ফলে ধাতব মুদ্রার স্থিতি কমতে পারে। স্থিতি ন্যূনতম সংখ্যা থেকে কমলে জনসাধারণ, নিজস্ব ফিডিং শাখা ও প্রয়োজনে নিকটস্থ বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে।

সারাবাংলা/জিএস/টিআর

১ টাকার কয়েন ২টাকার কয়েন ৫ টাকার কয়েন কয়েন কয়েন লেনদেনের নির্দেশ ধাতব মুদ্রা বাংলাদেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর