তিতুমীর শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, মঙ্গলবার বৈঠক
১৮ নভেম্বর ২০২৪ ২১:৪০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২২:৫১
ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ১৪ শিক্ষার্থী। পরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের সঙ্গে আলোচনার পর অনশন প্রত্যাহার করেছেন তারা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাসহ সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস পেয়ে সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করেন।
সচিবালয়ে অনশনে বসা শিক্ষার্থীদের একজন বলেন, ড. এম আমিনুল ইসলাম আশ্বাস দিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীসহ কয়েকজন। মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এই আশ্বাসের ভিত্তিতে আমরা অনশন প্রত্যাহার করেছি।
আরও পড়ুন- তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের
এর আগে সোমবার (১৮ নভেম্বর) সকালে পূর্বঘোষণা অনুযায়ী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে মহাখালীর সড়ক ও রেলপথ আটকে আন্দোলন শুরু করেন তিতুমীরের শিক্ষার্থীরা। তারা দীর্ঘ সময় ধরে রেলপথ বন্ধ করে রাখায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলপথ অবরোধ ছাড়লেও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিকেল ৪টা পর্যন্ত অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এর মধ্যে আন্দোলনকারীদের প্রতিনিধি দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের সঙ্গে আলোচনা হয় প্রতিনিধি দলের। প্রথমে সেখান থেকে খবর আসে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার আশ্বাস পাওয়া গেছে।
আরও পড়ুন- দুই ঘণ্টা পর আবারও রাস্তায় তিতুমীরের শিক্ষার্থীরা
এ খবরে তিতুমীর ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। কিন্তু পরে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফের অবরোধ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে সচিবালয়ে বৈঠকে যাওয়া ১৪ সদস্যের প্রতিনিধি দল সেখানেই অনশন শুরু করে।
পরে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের আশ্বাসে অনশন প্রত্যাহার করে কলেজে ফিরছে সেই ১৪ জনের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের সদস্য মতিউর রহমান বলেন, ‘আমাদের সঙ্গে অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের বৈঠক হয়। তিনি আমাদের আশ্বাস দেন, তিন দিনের মধ্যে কমিশন গঠন করা হবে। তখনই এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল। আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু পরে আর বিজ্ঞপ্তি বা ঘোষণা দেওয়া হয়নি। উলটো আমাদের নতুন প্রস্তাব দেওয়া হয়, সাত কলেজের সঙ্গে একসঙ্গে মিলিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হবে। আমরা সে সিদ্ধান্ত আমরা মানতে পারিনি। এ কারণেই অনশনে বসেছিলাম।’
আরও পড়ুন-
বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ
তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন: ট্রেনে পাথর নিক্ষেপ বিষয়ে যা জানা গেল
সারাবাংলা/এসএইচএস/এসআর