অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে প্রত্যাশা পূরণ হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
১৮ নভেম্বর ২০২৪ ২১:০৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২২:১৮
ঢাকা: অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেছেন, বাংলাদেশে এখন ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উপদেষ্টা ও রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পেছনে ফেরা যাবে না। এ সময় বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশামাফিক হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের কথা তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ-কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুই দেশই লাভবান হবে। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ছাড়াও দুই দেশের জনগণের সম্পর্কোন্নয়ন হবে।
কোরিয়ার রাষ্ট্রদূতকে হালকা প্রকৌশল ও চামড়া শিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কোরিয়ার আরও বেশি বিনিয়োগ প্রত্যাশার কথা জানান বাণিজ্য উপদেষ্টা।
কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে তরুণদের সংখ্যা বেশি। প্রযুক্তিতে তাদের দক্ষতা বাড়াতে কোরিয়া কাজ করতে চায়। এ সময় তিনি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে তাদের চলমান কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।
রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশে দুয়েকটি সুনির্দিষ্ট খাতে বিনিয়োগ করলেও কোরিয়া এরই মধ্যে অনেক খাতে বিনিয়োগ করেছে। ভবিষ্যতে বিনিয়োগ আরও বাড়বে।
সারাবাংলা/জেআর/টিআর