Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীরের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ২০:২৫ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২২:১৮

ঢাকা: তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তিতুমীর কলেজের ভাই-বোনদের বলব, আপনারা শান্ত হন। সাত কলেজের বিষয়ে কথা চলছে। একটা আশু সমাধান আসবে বলে আমরা আশা করি।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে কমিশন গঠনের সিদ্ধান্ত না নেওয়ায় সোমবার সন্ধ্যায় আবারো ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, এদিন বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। শিক্ষার্থীদের এ কর্মসূচি থেকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের রক্তাক্ত হওয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ট্রেনের ১৬টি বগির সবচেয়ে বেশি হামলার শিকার হয় ‘খ’ নম্বর বগিটি।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সুনির্দিষ্ট আশ্বাস না দিলে তারা কলেজে ফিরে যাবেন না। এরপর দুপুরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দেওয়া হয়। এতে সাড়া দিয়ে বিকেল ৩টার দিকে সচিবালয়ে যায় তিতুমীরের ১২ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বাকিরা যখন সম্মিলিতভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাচ্ছেন, তখন এককভাবে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি চাচ্ছেন তিতুমীর কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এসআর

তিতুমীর কলেজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর