Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই শহিদদের নামে স্থান বা প্রতিষ্ঠানের নামকরণ হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ২১:৩৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২২:৫১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক যুগেরও বেশি সময় ধরে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন। জুলাই-আগস্টেও বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন। ভবিষ্যতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে শহিদদের নামে বিভিন্ন স্থান বা প্রতিষ্ঠানের নামকরণ হবে।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, ‘আমরা মনে করি, আহতদের সাহায্য করার চেষ্টা থেমে গেলে চলবে না। বর্তমানে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। যারা পা হারিয়েছে ভবিষ্যতে তাদের এমন চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যাতে তারা হাঁটতে পারে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমরা প্রত্যেকেই মানুষ। মানুষ হিসেবে যখন পাশের কাউকে বিপদগ্রস্ত অবস্থায় দেখি, তখন এগিয়ে আসা উচিত। বিএনপি আগামীতে সরকারে গেলে যেসব পরিবারে এ ধরনের পঙ্গু মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ তারেক রহমান নামকরণ প্রতিষ্ঠান শহিদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর