Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ঘণ্টা পর আবারও রাস্তায় তিতুমীরের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৯:৪৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২২:১৮

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও রাস্তা অবরোধ করছে শিক্ষার্থীরা।  বিশ্ববিদ্যালয় রূপান্তরে অফিসিয়ালি ঘোষণা না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেয় তারা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দুই ঘণ্টাপর সন্ধ্যা থেকে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে মহাখালী-গুলশান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

জানা যায়, বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়। সেখানে থেকে খবর আসে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই অফিসিয়াল ঘোষণা আসছে। তাতে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। কিন্তু অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে ফের রাস্তায় নেমে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী গোলাম কিবরিয়া মোয়াজ বলেন, আমাদের প্রতিনিধি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় ঘোষণার বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু পরে সেখান থেকে গরিমসি শুরু করা হয়। আমাদের প্রতিনিধি দলকে সেখানে অনেকটা জিম্মি করে রাখা হয়েছে। ফলে আমরা আবারও রাস্তায় নেমেছি। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অফিসিয়াল ঘোষণা যতক্ষণ পর্যন্ত না আসবে ততোক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান নিবো।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সঙ্গে তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের বৈঠক হয়েছে বলে জানা যায়।

বিজ্ঞাপন

সচিবালয়ে অবস্থানরত প্রতিনিধি দলের একজন মতিউর রহমান বলেন, ‘আমাদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের বৈঠিক হয়। তিনি আমাদের আশ্বাস দেন যে তিন দিনের মধ্যে কমিশন গঠন করা হবে। আর এখনই প্রেস রিলিজ দেওয়া হবে এবং ঘোষণা দিবেন। আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু পরে আর সেটা দেওয়া হয় না। তারপর আমাদের নতুন প্রস্তাব দেওয়া হয় যে, সাত কলেজের সঙ্গে একত্রে দিবে। আমরা সেটা মানি না। তারপর বলা হয়, আগামীকাল প্রধান উপদেষ্টার একজন সচিব, ড. এম আমিনুল ইসলাম ও শিক্ষক উপদেষ্টা মিলে আমাদের সঙ্গে বসবেন। কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। কারণ আমাদের ডেকে এনে একেক সময় একেক কথা বলা হচ্ছে। আমরা জানিয়েছি, আজকেই আমাদের সঙ্গে বিষয়টি ক্লিয়ার করতে হবে। আমরা এখানেই অবস্থান নিয়েছি।’

সারাবাংলা/এসএইচএস/এসআর

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর