Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের বাজারে দাম কমেছে দেশীয় পোশাকের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ২০:১৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২২:১৮

বাংলাদেশের একটি পোশাক কারখানা। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পোশাকের দামে ব্যাপক দরপতন হয়েছে। সাড়ে চার শতাংশ থেকে শুরু করে কোনো কোনো পণ্যের দাম কমেছে ৯ শতাংশেরও বেশি। চলতি বছরের প্রথম ৯ মাসে পোশাক পণ্যের দামে এমন পতনের তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টসের (ওটেক্সার) এক পরিসংখ্যানে।

ওটেক্সার তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর অর্থাৎ প্রথম ৯ মাসে পুরুষ বা ছেলেদের কটন ওভেন ট্রাউজারের দাম কমেছে ৮ দশমিক ৪ শতাংশ। একই সময়ে মেয়েদের কটন ওভেন ট্রাউজারের দাম কমেছে ৪ দশমিক ৮ শতাংশ, ছেলেদের কটন ওভেন শার্টের দাম কমেছে ৪ দশমিক ৭ শতাংশ, কটন নিট সোয়েটারে ৯ দশমিক ২ শতাংশ ও কটন নিট টি-শার্টে ৪ দশমিক ৫ শতাংশ দাম কমেছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে ডেনিম এক্সপার্ট লিমিটেডের এএমডি ও বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল সারাবাংলাকে বলেন, ক্রেতারা আমাদের ন্যায্য মূল্য দিচ্ছে না। শ্রমিকের মজুরি বেড়েছে, কমপ্লায়েন্স করতে হচ্ছে, কিন্তু সেভাবে মূল্য বাড়াচ্ছে না। আবার বিশ্বব্যাপী পোশাকের দাম কমেছে। প্রতিযোগী রফতানিকারকরাও প্রতিযোগতা বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, বায়ার আমাদের এমনিতেই দাম কম দিতে চাইবে। সেখানে অনেক সময় আমাদের সক্ষমতা পরিপূর্ণ করতে গিয়ে প্রতিযোগিতার নামে নিজেরাও দাম কমিয়ে দিচ্ছি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পোশাক পণ্যের দাম কমেছে।

এদিকে চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ৬ দশমিক ২৯ শতাংশ। ২০২৩ সালের প্রথম ৯ মাসে দেশটিতে পোশাক রফতানি হয়েছিল ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের, সেখানে ২০২৪ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারে।

বিজ্ঞাপন

এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে রেকর্ড ৯ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করে বাংলাদেশ। তবে পরের বছর ২০২৩ সালে দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি কমে দাঁড়ায় ৭ দশমিক ২ বিলিয়ন ডলারে।

সারাবাংলা/ইএইচটি/টিিআর

অর্থনীতি কটন পোশাক তৈরি পোশাক কারখানা তৈরি পোশাক খাত পোশাক পণ্য পোশাক রফতানি পোশাক শিল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর