Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক সুপারিশ উঠে যাচ্ছে


১৮ নভেম্বর ২০২৪ ১৯:৪৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২২:১৯

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন

ঢাকা: পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে পুলিশ সংস্কার কমিশনের প্রথম বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

সফর রাজ বলেন, ‘আমরা পুলিশ সংস্কার কমিশনের সকল সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’

৬ অক্টোবর থেকে পুলিশ সংস্কার কমিশন কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে আমাদের প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। আমরা মোটামুটি মধ্য সময়ে এসে গেছি। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা যেসব সুপারিশ করেছি তা কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। আর কিছু সুপারিশ করেছি সেগুলো বাস্তবায়নে দীর্ঘ সময়ের প্রয়োজন।’

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক সুপারিশ বিবেচনা করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘একটা বিষয় প্রচলিত ছিল যে, চাকরির ক্ষেত্রে প্রার্থীর কেউ রাজনীতি করে কি না এবং রাষ্ট্রবিরোধী কেউ আছে কি না। এটা ব্রিটিশদের আঙ্গিকে চিন্তা করা হতো। সম্প্রতি এমন একটি অভিযোগ এসেছে যে, কারও আত্মীয়-স্বজন রাজনীতি করে, কিন্তু সরকারি দল করে না, তাদের অনেকের ক্ষেত্রে এসব যুক্তি দেখে চাকরি দেওয়া হয় না। এই প্রথা বাদ দেওয়ার সুপারিশ করেছি আমরা।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকের একজন গার্ড থেকে ক্লার্ক সকলের চাকরি গুরুত্বপূর্ণ। অনেক সময় নাম-পরিচয় পরিবর্তন করে কেউ চাকরিতে ঢুকতে পারে। পরে দেখা যায়, তিনি অপরাধের সঙ্গে জড়িত। সেজন্য ভেরিফিকেশন জরুরি।’ যেভাবেই হোক পুলিশ ভেরিফিকেশনে যেন ভোগান্তি না হয় সে বিষয়ে সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সফর রাজ বলেন, ‘পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় বা সুপারিশ বিবেচনা করা হবে না।’ এছাড়া পুলিশ আইন ও কিছু বিধিবিধানে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশনপ্রধান।

উঠে যাচ্ছে টপ নিউজ পুলিশ ভেরিফিকেশন প্রধান সফর রাজ হোসেন সংস্কার কমিশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর