চুরি হওয়া কোটি টাকার শিবলিঙ্গটি উদ্ধার, যুবক গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৮:৩৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৮:৪৪
১৮ নভেম্বর ২০২৪ ১৮:৩৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৮:৪৪
ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর থানাঘাট এলাকার মাথাভাঙ্গা শিব মন্দির থেকে চুরি হওয়া কোটি টাকা মূল্যের শিবলিঙ্গটি টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত প্রশান্ত কর্মকারকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান। এর আগে রোববার দুপুরে মন্দির থেকে শিবলিঙ্গটি চুরি হয়।
ওসি বলেন, শিবলিঙ্গটি চুরির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। রাতে মামলা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা দায়েরের চার ঘণ্টা পর টাঙ্গাইল সদর থানার দাইন্না চৌধুরী বাগিল থেকে ঘটনায় জড়িত প্রশান্ত কর্মকারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
সারাবাংলা/এসআর