Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের এমইএস কলেজে ছাত্রদলের কর্মসূচিতে বাধা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৮:২৭

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ওমরগণি এমইএস কলেজে সাংগঠনিক প্রচারণায় গিয়ে বাধার মুখে পড়েছে ছাত্রদল। এ সময় একদল সাধারণ শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মারমারির ঘটনাও ঘটে। এতে দুজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর জাকির হোসেন সড়কে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগের ঘাঁটি’ হিসেবে পরিচিত এই কলেজ ঘাটিতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তিনজন সহ-সভাপতি, নগর কমিটির আহ্বায়কসহ কয়েকজন ওমরগণি এমইএস কলেজে সাংগঠনিক প্রচারণা চালাতে গিয়েছিলেন। এ সময় সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে কয়েকজন ছাত্র গিয়ে তাদের কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ করতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘কলেজে ছাত্রদল একটি অনুষ্ঠান করতে গিয়েছিল। সেখানে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রোগ্রাম করতে দেয়নি। সেটাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।’

মারামারির ঘটনা অস্বীকার করে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আমাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো মারামারি হয়নি। আমরা যাওয়ার আগেই কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে। আমরা গিয়ে বরং সেটা সমাধান করেছি। আমরা প্রোগ্রাম করার সময় সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে কয়েকজন এসে আমাদের জিজ্ঞেস করে কীসের প্রোগ্রাম। তারা আমাদের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক প্রচারণা বা অনুষ্ঠান করা যাবে না বলে জানায় এবং তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করার কথা বলে। আমরা তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে চলে আসি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এখন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সমন্বয়ক সেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অপতৎপরতা চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের এ বিষয়টি নজরে রাখা জরুরি।’

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

চট্টগ্রাম ছাত্রদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর