Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামার হাতে প্রাণ গেল ভাগিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৮:০৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৮:১২

লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় জমির আইল কাটাকে কেন্দ্র করে মামার কোদালের কোপে ভাগিনা হাফিজার রহমান (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমানের মৃত্যু হয়েছে। এর আগে রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ফকিপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজার রহমান ওই গ্রামে মৃত আফতাব হোসেনের ছেলে। তিনি ফকিরপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

ঘটনার সাথে জড়িত ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রশিদুল ইসলাম (৪০) এবং একই এলাকার দুলাল হোসেনের ছেলে সৌখিন হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের সহিদুলের সঙ্গে তার ভাবী মনোয়ারার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে সহিদুল, দুলাল এবং তার ভাইয়েরা জমির আইল কাটতে গেলে মনোয়ারা বেগম বাধা দিলে তাকে মারধর করে। খবর পেয়ে ভাগিনা হাফিজুর রহমান আসলে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে মামা সহিদুলের কোদালের কোপে ভাগিনা হাফিজুরসহ উভয় পক্ষে ছয়জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভাগিনা হাফিজার রহমান আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার ভোরে হাফিজুর রহমানের মৃত্যু হয়।

নিহত হাফিজার রহমানের বড় মেয়ে হিরা মনি বলেন, দুলাল হোসেন, আহাদুল ইসলাম, শহিদুল ইসলাম, রশিদুল হোসেনসহ তাদের দলবলের জমির আইল কাটতে যায়। এ সময় তারা আমার নানীকে মারধর করেন। খবর পেয়ে বাধা দিতে গেলে তারা আমার বাবাকে কুপিয়ে জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় বিচার চাই।

বিজ্ঞাপন

নিহতর মামি মনোয়ারা বেগম বলেন, আমার জমির আইল কাটতেছিল শহীদুল আমি বাধা দিতে গেলে আমাকে মারধর করে, পরে ভাগিনা হাফিজার আসলে শহিদুল কোদাল দিয়ে কোপ দেয়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, জমি সংক্রান্ত জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলেছে।

সারাবাংলা/এসআর

মামা হাতে ভাগিনা খুন লালমনিরহাট হাতীবান্ধা উপজেলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর