Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশে জনমত আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৭:৪১ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২০:২২

ঢাকা: জাতীয় সংসদ বিলুপ্তির প্রেক্ষিতে সংবিধান অনুসারে স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সার্বজনীন সুরক্ষার লক্ষ্যে ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২৪’ প্রণয়ন করতে চায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ইতোমধ্যে প্রণীত হয়েছে এর খসড়া অধ্যাদেশ। সে সম্পর্কে জনমত জানতেও আগ্রহী মন্ত্রণালয়। আর তাই স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশে জনমত আহ্বান করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রজ্ঞাপন প্রকাশ করে এই জনমত আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা এই অধ্যাদেশে সই করেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে৷

প্রজ্ঞাপনটি ১৪ নভেম্বর প্রকাশের আদেশ দিলেও ওয়েবসাইটে সোমবার (১৮ নভেম্বর) প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ আইনে পরিণত হলে পাবলিক, স্বায়ত্বশাসিত ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে উল্লেখ করে বলা হয়েছে, স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবা গ্রহীতার সুরক্ষা প্রদান এবং প্রতিষ্ঠানসমূহের দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

এ ছাড়া দেশে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান যথাযথ পরিচালনা ও নিয়ন্ত্রণে প্রণীত ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ রহিত করা হবে বলেও উল্লেখ রয়েছে এতে।

ওই আদেশে বলা হয়, ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ এর খসড়ার উপর জনমত যাচাইয়ের লক্ষ্যে খসড়া অধ্যাদেশটি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশপূর্বক আগামী ১৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উন্মুক্ত রেখে প্রাপ্ত মতামত এ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এসডব্লিউ

জনমত আহ্বান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর