Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন: ট্রেনে পাথর নিক্ষেপ বিষয়ে যা জানা গেল

তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৬:৫৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২২:০৫

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের সময় ট্রেনে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দিয়ে ট্রেন চালিয়ে দেওয়ার চেষ্টা করেন চালক। ফলে উত্তেজিত হয়ে কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

বিজ্ঞাপন

রোববার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী মহাখালীতে ঢাকা-ময়মনসিং মহাসড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

ঢাকার বিভাগীয় পরিবহণ কর্মকর্তা খায়রুল কবির জানান, বিক্ষোভের মুখে সকাল ১১টা ৪৫ মিনিটে মহাখালীর রেলপথ বন্ধ হয়ে যায়।

সে সময় জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস থামিয়ে ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগ উঠে শিক্ষার্থীদের বিপক্ষে। রেলওয়ের এক কর্মকর্তা জানান, এতে ট্রেনে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা লাল কাপড় ঝুঁলিয়ে ট্রেন থামার সংকেত দিতে থাকেন। সেই সময় রেল লাইনের ওপর দাড়িয়ে ছিলেন বহু শিক্ষার্থী। ট্রেনটি না থামিয়ে এগিয়ে নেওয়া হলে শিক্ষার্থীদের কেউ কেউ ক্ষুদ্ধ হয়ে উঠেন। কারণ শিক্ষার্থীরা দ্রুত রেল লাইন থেকে সরে না পরলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ কেউ ট্রেনে ইট-পাটকেল ছুড়েছেন।

এ সময় বেশ কয়েজন যাত্রীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবি: সারাবাংলা

সাকিল আহমেদ নামের কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেছেন, আমি এখানে উপস্থিত ছিলাম। অনেক আগে থেকে লাল কাপড়ে সিগনাল দেওয়ার পরও ট্রেন থামেনি। শিক্ষার্থীরা দৌড়ে রেল লাইন থেকে উপরে না উঠে পরতে পারলে অনেকের ওপর দিয়ে ট্রেন চলে যেত। তাতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটত। বিষয়টি দেখে কয়েকজন ক্ষুদ্ধ শিক্ষার্থী ট্রেনে কিছু ইট-পাটকেল ছুড়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী মতিউর রহমান বলেন, আমরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে মহাখালী রেলগেইট অবরোধ করে অবস্থান নিই। পড়ে এয়ারপোর্ট থেকে একটি ট্রেন আসে আমরা ট্রেন থামানোর জন্য লাল পতাকা উত্তোলন করি, কিন্তু ট্রেন না থামিয়ে গতি আরও বাড়ানো হয়। শিক্ষার্থীদের ওপর দিয়ে ট্রেন চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই কারণে ট্রেনের ইঞ্চিন বগিতে কয়েকজন কিছু পাথর নিক্ষেপ করেছে। তাতে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে আমরা তাতে দুঃখ প্রকাশ করছি।

বিজ্ঞাপন

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে গড়া সংগঠন ‘তিতুমীর ঐক্য’র পক্ষ থেকে ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপে জড়িত শিক্ষার্থীদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এসএইচএস

তিতুমীর কলেজ সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর