Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরান খানের মুক্তির দাবিতে বাইডেনকে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪ ১৬:১৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৮:২৩

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ব ক্রিকেটার ইমরান খানের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের ৪৬ সদস্য। একইসঙ্গে পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

সোমবার (১৮ নভেম্বর) ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানিয়েছে।

ইমরানের মুক্তি চেয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়েছেন তার দেশের কংগ্রেসের ৪৬ সদস্য। তারা অভিযোগ করেছেন, পাকিস্তানে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়ম হয়েছে।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর চলতি মাসেই ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিশাল সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশ থেকে ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলের শীর্ষ নেতারা।

এদিকে পিটিআই প্রধান গত সপ্তাহে কারাগার থেকেই চূড়ান্ত আন্দোলনের ডাক দেন। ইমরান দলীয় নেতা-কর্মীদের আগামী ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার আহ্বান জানিয়েছেন। ওই কর্মসূচি নিয়েই কারাগার থেকে গতকাল রোববার একটি বিবৃতি দিয়েছেন ইমরান।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘ওই দিনই পিটিআই’র ভবিষ্যত নির্ধারণ হবে। ২৪ নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে সমর্থকদের কর্মসুচি সফলভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি। ইমরান বলেছেন, শুধু রাজধানীতে নয়, সারাদেশে বিক্ষোভ ছড়িতে দিতে হবে।’

সারাবাংলা/এইচআই

ইমরান খান জো বাইডেন তেহরিক ই ইনসাফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর