Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৬:০০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৬:০৪

ম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন

বান্দরবান: বান্দরবানে সাংগু নদীতে নৌকা বাইচের মধ্য দিয়ে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা। আগামী ২৩ নভেম্বর শুরু হবে এই মেলা। সোমবার (১৮ নভেম্বর) সকালে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা বলেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল আলম, সহ-সভাপতি নিনি প্রু, সহ-সভাপতি রাজেস দাশ, সাধারণ সম্পাদক থুইসিং প্রু লুবু, সাংগঠনিক সম্পাদক উক্যসিং মারমা, নির্বাহী সদস্য শিমুল দাশ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল তিনি বলেন, ‘মাসব্যাপী এই খেলা পর্যটন শহর বান্দরবানে আগত পর্যটকদেরও বাড়তি আনন্দ যোগাবে। প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়েছে। বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত দিনে ক্রীড়া চর্চার প্রতিষ্ঠান গুলো দীর্ঘমেয়াদী কার্যকর ভূমিকা না রাখার কারণে এখানকার ক্রীড়াঙ্গন অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এছাড়াও বান্দরবানের ঐতিহ্যবাহী খেলাধুলা যেমন নৌকা বাইচ, সাঁতার, কাবাডি, এ্যাথলেটিক্স এর মতো জনপ্রিয় ইভেন্ট এখন প্রায়ই বিলুপ্ত। এখন ক্রীড়ার ঐতিহ্য আঁতুর ঘরে বন্দি।’

বিজ্ঞাপন

এদিকে আয়োজকরা জানান, আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বান্দরবান কাঁচা বাজার সংলগ্ন সাংগু নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর পর ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় লিটল স্টার ক্লাব এর টেনিস কোর্টে টেবিল টেনিস প্রতিযোগিতা, ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ২৮ নভেম্বর সকাল ৯টায় বান্দরবান ইদগাহ মাঠে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, ২৯ নভেম্বর বান্দরবান রাজার মাঠে বিকাল ৩টায় পেশাদার ফুটবলারদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা, দুপুর ২টায় কাবাডি খেলা সময়সূচিতে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ৩০ নভেম্বর রাজার মাঠে দুপুর ২ টায় মহিলাদের এ্যাথলেটিকস, বেলা ৩টায় বলি খেলা, তৈলাক্ত বাঁশে আরোহন প্রতিযোগিতা এবং সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

ক্রীড়া মেলা বান্দরবান সাংগু নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর