প্রধান উপদেষ্টার ভাষণ
নির্বাচনি ট্রেনের যাত্রা দীর্ঘায়িত হবে: রুহিন হোসেন প্রিন্স
১৮ নভেম্বর ২০২৪ ১৫:১৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৮:২৪
ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। অতীতের সরকারগুলোর মত গতানুগতিক ভাষণ দিয়েছেন। তার ভাষণে ক্ষমতায় র্দীঘসময় থাকার আভাস ভেসে উঠেছে। নির্বাচনি ট্রেনের যাত্রা দীর্ঘায়িত হবে বলে প্রতীয়মান হচ্ছে।
সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের ওপর এক প্রতিক্রিয়ায় রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু হলো। নির্বাচন নিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন তিনি। তবে তার দেওয়া বক্তব্যে অনেক প্রশ্ন রয়ে গেছে। তিনি বলেছেন সংস্কার করতে হবে। এর জন্য সময় চাই। প্রধান উপদেষ্টার কথা দিয়ে প্রমাণ হয় নির্বাচনি ট্রেনের যাত্রা দীর্ঘায়িত হবে। যা জনগণের আঙ্ক্ষার মধ্যে পরে না।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জুলাই-আগস্টের আন্দোলনকে কয়েকদিন আগেও গণঅভ্যুত্থান বলেছেন। হঠাৎ করে তিনি তার ভাষণে গণঅভ্যুত্থান শব্দ থেকে সরে গিয়ে বিপ্লব হিসাবে আখ্যায়িত করেছেন। তাই জনগণের মনে প্রশ্ন জেগেছে। কারণ এই শব্দটির মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা, সংবিধান ছুঁড়ে ফেলা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং দেশে বিপ্লবী সরকার কায়েম করে ক্ষমতায় বেশি সময় থাকতে চান। সবমিলিয়ে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন।’
তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে তিনি কথা বলেছেন ঠিকই। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে উৎপাদন খরচ কমানো, সার্বজনীন রেশন ব্যবস্থা চালু করা, পুরো সিন্ডিকেট ভেঙ্গে অন্য কাজ করা সেসব নিয়ে তিনি কিছু বলেননি তার ভাষণে। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের প্রত্যাশা পূরণের কথা নেই।
সারাবাংলা/এএইচএইচ/এইচআই
প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রুহিন হোসেন প্রিন্স সিপিবি