Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনুষ্ঠানিক গ্রেফতার দেখানো হলো সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামিকে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১১:৫৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১২:১৪

ঢাকা: জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে তোলা হয়।

এর আগে, এদিন সকাল ১০টার দিকে তাদের প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৩ আসামিকে ট্রাইব্যুনালে তোলা হয়।

১৩ আসামি হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড.তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে অসুস্থ থাকায় ড. আব্দুর রাজ্জাককে আনা হয়নি।

সারাবাংলা/কেআইএফ/ইআ

জুলাই-আগস্ট গণহত্যা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর