Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বছরে ১০০ বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪ ১০:৪০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১২:৫৪

ছবি: সংগৃহীত

চলতি বছরে সৌদি আরবে একশরও বেশি বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যা গত দু’বছরের তুলনায় প্রায় তিন গুণ। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১০১ জন বিদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২২ এবং ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ৩৪।

রোববার (১৭ নভেম্বর) এএফপি’র এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়। এই বছরে সবশেষ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শনিবার (১৬ নভেম্বর) ইয়েমেনের এক নাগরিককে। মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

ইউরোপিয়ন-সৌদি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আইন পরিচালক তাহা আল-হাজি জানিয়েছেন, সৌদিতে এক বছরে বিদেশিদের মৃত্যুদণ্ডের সংখ্যা এটিই সর্বোচ্চ। এর আগে কোনো একক বছরে সৌদিতে বিদেশিদের মৃত্যুদণ্ডের সংখ্যা ১০০ পার করেনি।

এএফপির প্রতিবেদন অনুসারে, চলতি বছরে পাকিস্তানের ২১ জন, ইয়েমেনের ২০ জন, সিরিয়ার ১৪ জন, নাইজেরিয়ার ১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সৌদি আরবে। এ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মিশর, ফিলিপিন্স, সুদান-সহ একাধিক দেশের নাগরিক রয়েছেন তালিকায়।

সৌদিতে যে সংখ্যায় আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, তা নিয়ে বার বার সমালোচনা হয়েছে বিশ্বে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে, ২০২৩ সালে আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার দিক থেকে চীন এবং ইরানের পরেই তৃতীয় স্থানে ছিল সৌদি। এ বছরে এখনও পর্যন্ত ২৭৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সৌদি আরবে। তার মধ্যে ১০১ জনই বিদেশি।

সারাবাংলা/এইচআই

মৃত্যুদণ্ড সৌদি আরব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর