ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত
১৮ নভেম্বর ২০২৪ ০৯:৫২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১২:৫৪
লেবাননের বৈরুতে একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর কর্মকর্তাদের মতে, হামলায় সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) একটি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মধ্য বৈরুতের রাস আল-নাবাতে এক ইসরায়েলি হামলায় আফিফ নিহত হয়েছেন। তিনি ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার।
আল জাজিরার প্রতিবেদক ডোরসা জাব্বারি বলেছেন, ‘মোহাম্মদ আফিফ মূলত একজন বেসামরিক নাগরিক ছিলেন। তিনি লেবাননের মিডিয়ায় খুব পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।’
জাব্বারি বলেন, ‘রাস আল-নাবার আশেপাশে হামলাটি বৈরুতের ‘প্রশাসনিক কেন্দ্রের’ কাছে করা হয়েছিল। সাধারণত ইসরায়েল বাহিনী দক্ষিণ শহরতলিতে হামলা করে। কিন্তু এই হামলা করা হয়েছে প্রশাসনিক এলাকায়।’
বিশ্লেষকরা বলছেন, ‘হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব ফ্রন্টের সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে ইসরাইল।’
এর আগে গত শুক্রবার লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েলের চালানো বিভিন্ন হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮২ জন।
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজার ৪৪৫ জন নিহত হয়েছেন। আর আহত মানুষের সংখ্যা ১৫ হাজার ৫৯৯।
গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে সময় সময় হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে এক মাসের বেশি সময় ধরে তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোরালো হামলা চালাচ্ছে। চালানো হচ্ছে স্থল অভিযানও।
সারাবাংলা/এইচআই