Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা বাড়ি বেড়াতে এসে অটোরিকশাচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ০১:৫৬

মৃতদেহ। প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার তাহিরপুরে নানার বাড়ি বেড়াতে এসে অটোরিকশাচাপায় ফারিহা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়ন ভাটি তাহিরপুর গ্রামের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কে ঘটনাটি ঘটে। নিহত ফারিহা উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পাটাবুকা গ্রামের শরীফুল ইসলামের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ভাটি তাহিরপুর গ্রামে নানা আমির উদ্দিনে বাড়িতে বেড়াতে আসে ফারিহা। রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশের দোকানে কলম আনতে যায়। পথে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে একটি অটোরিকশা শিশুটিকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। এ সময় চালক অনিক মিয়া ও একজন যাত্রীও আহত হন।

পরে তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফারিহাকে সুনামগঞ্জ পাঠায়। কিন্তু পথেই সে মারা যায়। আহত অপর দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘একটি দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ-খবরের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

অটোরিকশাচাপা শিশু নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর