Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ২৩:০৭

ঢাকা: অন্তর্বর্তী সরকার নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনে পরাজিত শক্তি এখনো নানা চেহারা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পরাজিত শক্তি জয়ী হলে আবার দেশে অন্ধকার নেমে আসবে। সেই শক্তি জয়ী হলেই জাতির মৃত্যু ঘটবে।

বিজ্ঞাপন

রোববার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এ ভাষণ দেন। ভাষণে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জুলাই-আগস্ট গণআন্দোলনে সংঘটিত গণহত্যার বিচারের প্রত্যয়ও জানান তিনি।

আরও পড়ুন- ‘নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না’

গণআন্দোলনের মুখে পতিত আওয়ামী লীগ সরকার ভঙ্গুর অর্থনীতি রেখে গিয়েছিল বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। বলেন, সরকারের নানা কর্মকাণ্ড ও উদ্যোগের ফলে গত ১০০ দিনে সেই অর্থনীতি প্রাণ ফিরে পেয়েছে, সবল হয়েছে। বিভিন্ন দেশ সহায়তার আশ্বাস দিয়েছে এবং বিনিয়োগকারীদের সঙ্গেও সরকার আলোচনা শুরু করেছে বলে জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বের রাষ্ট্রপুঞ্জের মজলিসে আমরা এখন সম্মানিত ও প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছাতে পেরেছি। এ কারণে পরাজিত শক্তি নানা কৌশল করেও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। তারা নানা চেহারা নিয়ে আপনাদের প্রিয়পাত্র হবার চেষ্টা করছে। পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন, দেশকে মুক্ত রাখুন। এ ব্যাপারে অনড় থাকুন।

বিজ্ঞাপন

‘এমন কিছু করবেন না, যা তাদের উৎসাহিত করতে সাহায্য করে। তাদের সব দিক থেকে নিরাশ করুন। সেটা নিশ্চিত করতে পারলে আমাদের আর কোনো বিষয়ে সংশয়ের প্রয়োজন নেই। সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি, সব ধরনের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদের একটি মজবুত অর্থনীতি দিয়ে যাব, ভবিষ্যতে চলার পথকে সহজগম্য করে যাব, নাগরিক অধিকার নিশ্চিত করে যাব,’— বলেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন- শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে সরকার

তিনি আরও বলেন, ‘বিপক্ষ শক্তি যত শক্তিশালীই হোক, নাশকতার যত রকমই উদ্ভট পরিকল্পনাই করুক, সবকিছু নস্যাৎ করার জন্য প্রস্তুত থাকুন। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি, তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সর্ব মুহূর্তে প্রস্তুত থাকুন।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি জানিয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে।

এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ড. ইউনূস বলেন, ‘এ সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ তৈরি করা। পতিত সরকারের নেতারা, যারা এ দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সে অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে।’

আরও পড়ুন- ‘দুর্নীতি-অর্থ পাচারে অভিযুক্ত ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু’

তবে পলাতক আওয়ামী লীগ নেতারা যেন ফিরে আসতে না পারে সেটি নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘তাদের কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু, জাতি হিসেবে আমাদের অবসান। সাবধান থাকুন। তাদের সব হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দিন, যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাঘরকে, প্রতি পায়ে তাদের অনাচারের শিকলকে। এ ব্যাপারে সবাই একমত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।’

ভাষণে সরকারের ১০০ দিনের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের দিতে সরকারের পথচলা শুরু হয়েছে উল্লেখ করে তিনি নির্বাচনব্যবস্থার সংস্কার প্রক্রিয়ায় দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাষ্ট্রসংস্কারের অন্যান্য কমিশনগুলোকেও সহায়তার তাগিদ দেন।

ড. ইউনূস বলেন, তরুণদের রাষ্ট্রসংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে যেন সবাই সার্বিকভাবে সরকারকে সহযোগিতা করেন। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি এসব সংস্কারকাজও সমান্তরালে এগিয়ে যাবে। সেসব সংস্কার করতে গিয়ে নির্বাচন আয়োজনে কিছুটা দেরি হলেও সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকার জাতির উদ্দেশে ভাষণ ড. মুহাম্মদ ইউনূস পতিত স্বৈরাচার ষড়যন্ত্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর