Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ হচ্ছেন মেসি?

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ২০:৪১ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ০৯:০৪

রেফারির সাথে তর্কে জড়িয়ে ফেঁসে যাচ্ছেন মেসি

নিজের ক্যারিয়ারে এমন বাজে সময় খুব কমই এসেছে তার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা তিন ম্যাচ হেরেছেন লিওনেল মেসি। সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে মেসির আর্জেন্টিনা। এই ম্যাচ চলার সময় রেফারির সাথে বাজেভাবে তর্কেও জড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। লাতিন অঞ্চলের সংবাদমাধ্যম বলছে, রেফারির সাথে অসদাচরণের কারণে নিষিদ্ধ হতে পারেন মেসি!

প্যারাগুয়ের বিপক্ষে হাফ টাইমে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। মাঠে ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন ডারোকনোর কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন মেসি। বিরতির বাঁশি বাজানোর পর রেফারির সাথে বেশ কিছুক্ষণ তর্ক করেছেন মেসি। তর্কের এক পর্যায়ে আঙ্গুল তুলে রেফারিকে মেসি বলেন, ‘তুমি একটা ভীতু। তোমাকে আমার একদমই পছন্দ হচ্ছে না!’ রেফারি ও সহকারী রেফারিদের সাথে গজরাতে গজরাতেই বিরতির সময় মাঠ ছাড়েন মেসি। রেফারি অবশ্য মেসির এই আচরণে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি।

বিজ্ঞাপন

তবে রেফারি কিছু না বললেও তার সাথে অসদাচরণ করে ফেঁসে যেতে পারেন মেসি। ফিফায় নিয়ম অনুযায়ী, রেফারির কোনো সিদ্ধান্ত কিংবা অন্য কারণে তার সাথে অসদাচরণ করলে নেমে আসতে পারে নিষেধাজ্ঞার খড়গ, হতে পারে মোটা অংকের জরিমানাও। আগেও অনেক ফুটবলার এই কারণে নিষিদ্ধ হয়েছেন।

শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন ও তার সহকারীরা মেসির বিরুদ্ধে অভিযোগ আনবেন কিনা, সেটাই বড় প্রশ্ন। আগামী ২০ নভেম্বর বাছাইপর্বের পরের ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা নিষেধাজ্ঞা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর