Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ড পাঠানো হচ্ছে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ কাজলকে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৭:০২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৫

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে পুলিশের গুলিতে আহত কাজল

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত ২৭ বছর বয়সী কাজল মিঞাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হচ্ছে। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) হাসপাতালে গত তিন মাস ধরে চিকিৎসাধীন আছেন কাজল।

রোববার (১৭ নভেম্বর) রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে বলে জানান নিউরোসায়েন্সেস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাত ১১টা ১০ মিনিটে কাজলকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের একটি ফ্লাইট থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত থেকে তাকে বিদায় জানাবেন।

ছাত্র-আন্দোলনে পুলিশের গুলিতে আহত কাজলকে দেখতে নিউরো সায়েন্সেস হাসপাতালে তথ্যৃ ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

ছাত্র-আন্দোলনে পুলিশের গুলিতে আহত কাজলকে দেখতে নিউরো সায়েন্সেস হাসপাতালে তথ্যৃ ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

ডা. হুমায়ুন কবীর হিমু জানান, ধীরে ধীরে কাজলের উন্নতি হতে থাকে। কিন্তু গত দু’দিন আগে হঠাৎ ইনফেকশন হয়। বেশ কয়েকবার তার ডায়েরিয়া হয়। এতে রক্তচাপ কমে শকে চলে যান তিনি। পরে বোর্ড করে চিকিৎসা দেওয়া হতে থাকে। আজ সকাল থেকে অবস্থা খারাপ হতে থাকলে আজও বোর্ড মিটিং বসে।

সংশ্লিষ্টরা জানান, কাজলের সর্বশেষ অবস্থা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানানো হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে শনিবার (১৬ নভেম্বর) নিন্সে পাঠান। নাহিদ এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তাকে দ্রুত থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

তবে শনিবার হওয়ায় ভিসা পাওয়া যায়নি। তথ্য উপদেষ্টা তার ভিসা ও খরচের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। দুই মন্ত্রণালয় থেকেই সবুজ সংকেত পান তিনি। পরে কাজলকে এয়ার এম্বুলেন্সে থাইল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে গণবিপ্লবে আহত মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সে অভিজ্ঞতা থেকেই স্বাস্থ্য উপদেষ্টা সঙ্গে সঙ্গে সিএমএইচে যোগাযোগ করেন। পরে তিনি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

গুলিবিদ্ধ কাজল টপ নিউজৎ থাইল্যান্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর