স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
১৭ নভেম্বর ২০২৪ ১৫:১৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৬:৫২
ময়মনসিংহ: জেলার হালুয়াঘাটে পরকিয়ার জেরে স্বামী হযরত আলীকে হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন ও প্রেমিক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, হযরত আলী সাবিনা খাতুনকে নিয়ে সংসার করাকালে লিয়াকত আলীর সঙ্গে সাবিনা খাতুনের অবৈধ সম্পর্ক চলে।
ঘটনার প্রায় একমাস আগে হযরত আলী তার ঘরে সাবিনা খাতুন ও লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে দুজনকেই গালমন্দ করেন। অনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার পথে লিয়াকত ও সাবিনা খাতুন হযরত আলীকে বাধা মনে করেন। তারা হযরত আলীকে হত্যার জন্য পরিকল্পনা করেন।
২০২১ সালের ২৯ আগস্ট আলী কাজ শেষে হালুয়াঘাট থেকে শেরপুরের নালিতাবাড়ি যাওয়ার পথে সাবিনা খাতুন মোবাইলে হযরত আলীর অবস্থান জেনে নেন। পরে লিয়াকত আলী কৌশলে হযরত আলীকে হালুয়াঘাট পশ্চিম কুতিকুড়া আঁতলা বিলের সামনে নিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে লিয়াকত আলী হযরত আলীর গলায় থাকা গামছা পেচিঁয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
লিয়াকত আলী হত্যার বিষয়টি মোবাইলে সাবিনা খাতুনকে জানায়। পরে তারা দুজনে মিলে লিয়াকত আলীর আবাদি জমিতে হযরত আলীর মরদেহ কাঁদায় পুঁতে রাখেন।
এ ঘটনায় নিহতের ভাই হালুয়াঘাট থানায় মামলা দায়েরের পর আদালত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ,যুক্তি-তর্ক শেষে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।
অন্যদিকে, একই আদালতে ২০১৮ সালে ময়মনসিংহের ভালুকার মাদক মামলায় তিন জনের
যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন ভালুকার কুল্লাব গ্রামের মৃত আশিক আলীর ছেলে মো. নিজাম উদ্দিন, মো. আতাব উদ্দিনের ছেলে মো. হিরন মিয়া ও গফরগাঁওয়ের পূর্ব ধামাই গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে মো. নবী হোসেন।
সারাবাংলা/এসডব্লিউ