ক্ষোভ ঝেড়ে কাবরেরা বললেন, ‘বিশ্বাস ছিল ম্যাচ জিতব’
১৭ নভেম্বর ২০২৪ ১৪:৩৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৬:১৯
পাপন সিংহের শেষ মুহূর্তের গোলে পরাজয়ের চোখ রাঙানো এড়িয়ে মালদ্বীপের বিপক্ষে দারুণ এক জয়ের আনন্দে ভেসেছে দল। এর আগে মজিবর রহমান জনির অনবদ্য গোলে সমতায় ফিরে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ের পর সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের ওপর ক্ষোভ উগড়ে কোচ হাভিয়ের কাবরেরা বলেন, এই ম্যাচ জেতার বিশ্বাস ছিল তাদের।
গত বুধবার কিংস অ্যারেনাতেই মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। শুরু হয় তুমুল সমালোচনা। এবার ম্যাচ জিতে সমালোচকদের ওপর ক্ষোভই ঝাড়লেন বাংলাদেশের এই স্প্যানিশ কোচ।
কাবরেরা বলেন, ‘প্রথম ম্যাচে আমরা যে মানসিকতা নিয়ে খেলতে নেমেছিলাম, দ্বিতীয় ম্যাচেও সেটার সাথে খুব বেশি পার্থক্য ছিল না। পরিকল্পনা, আক্রমণ-আগের ম্যাচের মতো ছিল। চাপের মুখে ভুগলেও আক্রমণ কিন্তু করে গেছি। দ্বিতীয়ার্ধে ছেলেরা তাদের জাত চিনিয়েছে। এখানে যারা আছে তারা কেউই বিশ্বাস করেনি আমরা জিতব। প্রথম ম্যাচের পর তারা সমালোচনা করেছিল। কিন্তু এরপরও আমরা বিশ্বাস করেছি, আমরা জিতব।’
বলের দখল, আক্রমণ, প্রতিপক্ষের ফাইনাল থার্ডে বল নিয়ে ঢোকা, ক্রস কিংবা কর্নার; প্রথম ম্যাচে প্রায় সবদিকেই মালদ্বীপের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে সবচেয়ে জরুরি যে জিনিস গোল; বারবার আক্রমণে উঠেও ফিনিশিংয়ের অভাবে সেটার দেখা পাননি কাবরেরার শিষ্যরা। ফিনিশিং নিয়ে ঢালাও সমালোচনা হওয়াকে অন্যায় হিসেবে দেখছেন কাবরেরা।
প্রথম ম্যাচের প্রসঙ্গ টেনে কাবরেরা বলেন, ‘আপনারা প্রথম ম্যাচে আমাদের চমৎকার ফুটবল দেখেননি? আমার মনে হয়, এই ম্যাচের চেয়ে প্রথম ম্যাচে আমরা আরও বেশি ভালো খেলেছিলাম। আজকের চেয়ে সেদিন বেশি সুযোগ তৈরি করেছিলাম। সেই একই মনোভাব, শক্তি, মানসিকতা নিয়েই আমরা নেমেছিলাম, আপনারা শুধু এই দলকে সমালোচনা করতে চান, যেটা পুরোপুরি অন্যায়।’
আট ম্যাচে ছয়টি হার ও দুটি জয় নিয়ে বছর শেষ করল বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে এই দুই ম্যাচে জিতে ফিফা র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ারও সুযোগ ছিল। একইসাথে আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাইপর্বের ড্র’তে চার নম্বর পট থেকে তিন নম্বর পটে জায়গা করে নিতে পারত বাংলাদেশ। যেখানে পট চারের চেয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেতেন তপু বর্মণ- শেখ মোরসালিনরা।
তাই জিতেও খুশি নন কাবরেরা, ‘র্যাংকিংয়ে খুব একটা উন্নতির সম্ভাবনা দেখছি না। কারণ, আমরা একটি ম্যাচ হেরেছি। আমার ধারণা, পট চার থেকে তিনে আসার কোনো সম্ভাবনা নেই আমাদের। বলতে পারেন, আমি হতাশ হয়েছি এতে। আসলে আমাদের দুটি ম্যাচই জেতা উচিত ছিল।
সারাবাংলা/জেটি